kalerkantho


ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল বন্ধ

ভোলা প্রতিনিধি   

১৫ মার্চ, ২০১৬ ০০:০০ভোলার মেঘনা নদীতে হঠাৎ পানি বেড়ে গেছে। সঙ্গে বাড়ছে নদীভাঙনও। প্রবল স্রোতে ভেঙে গেছে ইলিশা ফেরিঘাটের পন্টুনের পাইলিং। এ কারণে ভোলা ও লক্ষ্মীপুরের মধ্যকার ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ।

ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আলম জানান, প্রবল স্রোতের কারণে ইলিশা ফেরিঘাটের পন্টুনের র‌্যামের প্রান্তভাগে পাইলিং ভেঙে গেছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ফেরি চলাচল। এ কারণে বিআইডাব্লিউটিএ ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাটটি গত রবিবার বিকেলে অচল ঘোষণা করে। তিনি আরো বলেন, বিআইডাব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ কবির ও ভোলার জেলা প্রশাসক সেলিমউদ্দিন গতকাল সকালে ইলিশা ফেরিঘাট পরিদর্শন করেন। মঙ্গলবার থেকে পাইলিং মেরামত শুরু হবে। মেরামত শেষ হলেই স্বাভাবিক হবে ফেরি চলাচল।

প্রসঙ্গত, ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, বরিশাল, ময়মনসিংহসহ ২১ জেলার সঙ্গে ভোলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই সব অঞ্চলের যাত্রী ও পরিবহন শ্রমিকরা।


মন্তব্য