kalerkantho


কবি রফিক আজাদের অবস্থা সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক   

১২ মার্চ, ২০১৬ ০০:০০একুশে পদকপ্রাপ্ত কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদের অবস্থা সংকটাপন্ন। ৭৪ বছর বয়সী কবি গত ১৪ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হন। তিনি হূদযন্ত্র, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসসংক্রান্ত জটিলতায় ভুগছেন। পরে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের আইসিইউয়ে লাইফ সাপোর্টে আছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ ভূইয়া গতকাল শুক্রবার রাত ৮টায় কালের কণ্ঠকে জানান, রফিক আজাদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এক কথায় বললে তাঁর অবস্থা আজ (গতকাল) এই মূহূর্তে সংকটাপন্ন বলেই মনে হচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, এর আগেই উন্নত চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থায় রফিক আজাদকে বিদেশে নিয়ে যাওয়ার মতামত দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ টিম। সরকারের তরফ থেকেও এ ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কবির শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় না আসায় তাঁকে বাইরে নেওয়া যায়নি।


মন্তব্য