kalerkantho


নোটিশ বোর্ড

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

১০ মার্চ, ২০১৬ ০০:০০ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ও উইমেন ইন ডিজিটালের যৌথ উদ্যোগে ‘ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ ফর উইমেন’ শীর্ষক সেমিনার ইউনিভার্সিটির নিজস্ব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম রিজওয়ান খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সেলিমা আহমদ, বেসিসের প্রেসিডেন্ট শামিম আহসান, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন হক, বিডিজবসের সিইও ফাহিম মাশরুর, উইমেন ইন ডিজিটালের চিফ অ্যাডভাইজার আবুল খায়ের পাটোয়ারী ও বাংলাদেশ ব্যাংকের এসএমই কনসালট্যান্ট সুকোমল সিংহ চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আছিয়া খালেদা নীলা। সংবাদ বিজ্ঞপ্তি।


মন্তব্য