kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


‘চিত্রাঙ্গদা’র বিশেষ মঞ্চায়ন

নিজস্ব প্রতিবেদক   

৯ মার্চ, ২০১৬ ০০:০০‘চিত্রাঙ্গদা’র বিশেষ মঞ্চায়ন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে স্বপ্নদলের প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও জাহিদ রিপন নির্দেশিত কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র বিশেষ মঞ্চায়ন হয়। নাট্যানুষ্ঠানের আগে নারী দিবসবিষয়ক সংক্ষিপ্ত আলোচনা হয়।

এ ছাড়া দলের নিয়মিত নারী নাট্যকর্মীদের সম্মাননা জানায় স্বপ্নদল।

জাতীয় জাদুঘরে আলোচনা অনুষ্ঠান : নারী দিবস উপলক্ষে জাতীয় জাদুঘর গতকাল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাদুঘরের সচিব রমজান আলী। আন্তর্জাতিক নারী দিবসের তাত্পর্য তুলে ধরে বক্তব্য দেন জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার নূরে নাসরীন।

উদীচীর গণসংগীত প্রতিযোগিতা : ‘মানুষ জাগাও, স্বদেশ জাগাও, বিশ্ব জাগাও সংগীতে’ স্লোগান নিয়ে আগামী ১-২ এপ্রিল উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করেছে সপ্তম সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা ২০১৬। উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মদিন উপলক্ষে কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এ আয়োজন করছে সংগঠনটি। আয়োজনের অংশ হিসেবে চূড়ান্ত প্রতিযোগিতার আগে ঢাকা জেলা পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ।

ভাঙ্গা-গড়া নাট্যোৎসবে ‘ঘরজামাই’ : রাজধানীর মহিলা সমিতি মঞ্চে চলছে মাসব্যাপী ‘ভাঙ্গা-গড়া নাট্যোৎসব’। গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত উৎসবের দশম দিন গতকাল ঢাকা থিয়েটার মঞ্চস্থ করে ‘ঘরজামাই’। মূলত ফরাসি ভাষায় রচিত এ নাটকের রূপান্তর ও নির্দেশনায় ছিলেন গোলাম সারোয়ার।


মন্তব্য