kalerkantho


নোটিশ বোর্ড

৮ মার্চ, ২০১৬ ০০:০০নোটিশ বোর্ড

 

যানজট নিয়ে স্টামফোর্ডে সেমিনার

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সেমিনার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে সম্প্রতি এ সেমিনার অনুষ্ঠিত হয়। শিরোনাম ছিল ‘এ রিফ্লেকশন অন দ্য ট্র্যাফিক ম্যানেজমেন্ট অব ঢাকা সিটি : কুয়েস্ট ফর এ সল্যুশন’। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ টি এম জহুরুল হক। তিনি বলেন, ঢাকা শহরে যানজট কমানো অসম্ভব নয়। ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালিত হলে ঢাকা শহরে লোকজনের বর্তমান পরিবহন দুর্ভোগ কমানো সম্ভব। সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি স্টামফোর্ডের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

বিইউপিতে পুরস্কার বিতরণী

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার মিরপুর সেনানিবাসের বিইউপি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ। তিনি বলেন, ‘বিপথ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো দৈহিক, মানসিক ও সামাজিক গুণাবলির সমন্বয়ে নিজেকে বিকশিত করা।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুহুল আমিন ছাড়াও একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাংবাদিক, শিক্ষাবিদ, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য