kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


তারানা হালিম বললেন

আঙুলের ছাপ সংরক্ষণ করছে না অপারেটররা

নিজস্ব প্রতিবেদক   

৭ মার্চ, ২০১৬ ০০:০০বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন ও পুনঃনিবন্ধনের কোনো পর্যায়েই আঙুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। একই মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী বললেন, বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে বলে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ কথা জানান। তারানা হালিম জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়ে শুধু কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে রাখা আঙুলের ছাপের সঙ্গে তা যাচাই করা হচ্ছে। তিনি বলেন, যে পদ্ধতিতে সিম নিবন্ধন করা হচ্ছে সেখানে অপারেটরদের আঙুলের ছাপ সংরক্ষণ করার প্রযুক্তিগত কোনো সক্ষমতা নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় এই আশঙ্কা প্রকাশ করা হয় যে আঙুলের ছাপ সংরক্ষণ করছে এবং এ তথ্য পাচার হতে পারে। গত বৃহস্পতিবার এ পদ্ধতিতে সিম নিবন্ধন বন্ধ করতে উকিল নোটিশও পাঠানো হয়।


মন্তব্য