kalerkantho


লাইফ সাপোর্টে ভাষাসৈনিক নাগিনা জোহা

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৭ মার্চ, ২০১৬ ০০:০০ভাষাসৈনিক নাগিনা জোহাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তিনি। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নাগিনা জোহার ছেলে শামীম ওসমান গতকাল রবিবার এ কথা জানিয়েছেন।

নাগিনা জোহা ১৯৩৫ সালে অবিভক্ত বাংলার বর্ধমান জেলার কাশেমনগরে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা আবুল হাসনাত ছিলেন সমাজসেবক কাশেমনগরের জমিদার। তিনি শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় সুনাম অর্জন করেন। নাগিনা জোহার বড় চাচা আবুল কাশেমের ছেলে আবুল হাশিম ছিলেন অবিভক্ত ভারতবর্ষের মুসলিম লীগের সেক্রেটারি। চাচাতো ভাই মাহবুব জাহেদী ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন। ভাগ্নে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট নেতা সৈয়দ মনসুর হাবিবুল্লাহ ছিলেন রাজ্যসভার স্পিকার। নাগিনা জোহা ১৯৫০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে মেট্রিক পাস করেন। ১৯৫১ সালে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সন্তান ও রাজনীতিবিদ এ কে এম শামছুজ্জোহার সঙ্গে বিয়ে হয় তাঁর। এর পরের বছরেই তিনি জড়িয়ে পড়েন ভাষা আন্দোলনে।


মন্তব্য