kalerkantho


হাফিজুলের পরিবারকে আর্থিক সহায়তা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৭ মার্চ, ২০১৬ ০০:০০হাফিজুলের পরিবারকে আর্থিক সহায়তা

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরে হাফিজুলের বাবা এসহাক মোল্লার হাতে চার লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। ছবি : কালের কণ্ঠ

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র হাফিজুল মোল্লার পরিবারকে চার লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক লাখ, ব্যবসায় শিক্ষা অনুষদ ও মার্কেটিং বিভাগ এক লাখ, সলিমুল্লাহ মুসলিম হল কর্তৃপক্ষ ৫০ হাজার, মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ৫০ হাজার, অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক ৫০ হাজার ও হাসান আহমেদ চৌধুরী কিরণ ৫০ হাজার টাকা দেন।

গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরে হাফিজুলের বাবা এসহাক মোল্লার হাতে চার লাখ টাকার চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনিসুর রহমান, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. শরিফুল ইসলাম দুলু ও হাফিজুল মোল্লার মা হালিমা বেগম উপস্থিত ছিলেন।

চলতি বছর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন হাফিজুল মোল্লা। থাকতেন সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের দোতলায় দক্ষিণ পাশের বারান্দায়। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে থাকতে থাকতে নিউমোনিয়া ও টাইফয়েডে আক্রান্ত হয়ে গত ২ ফেব্রুয়ারি মারা যান হাফিজুল। তাঁর মৃত্যুর পর থেকেই বাম ছাত্র সংগঠনগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।


মন্তব্য