প্রধান বিচারপতি এস কে সিনহাকে জড়িয়ে সরকারের দুই মন্ত্রীর বক্তব্য চরম ঔদ্ধত্বপূর্ণ ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে মনে করে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এমন মন্তব্য করেছেন সংগঠনের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রিজভী জানান, আগামী ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিল সামনে রেখে ইতিমধ্যে কাউন্সিলরদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ৭৫টি সাংগঠনিক জেলা-মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা, থানা ও পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাউন্সিলর করা হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আগামী ১৬ মার্চ কাউন্সিলরদের কার্ড দেওয়া শুরু হবে।
কাউন্সিল ঘিরে প্রচার কার্যক্রম সম্পর্কে রিজভী বলেন, ‘ঢাকার দুই মেয়রকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কাউন্সিলের প্রচারের জন্য সড়ক বিভাজক, সড়ক দ্বীপ ও লাইট পোস্ট ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের