kalerkantho


নাগরিক সেবা নিশ্চিত করতে ঐকমত্য

ওয়াসার দায়িত্ব সিটি করপোরেশনে ন্যস্ত করা উচিত : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক   

৬ মার্চ, ২০১৬ ০০:০০নাগরিক সেবা নিশ্চিত করতে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে কাজ করবেন মেয়র, সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা। আগের রীতিনীতি পাল্টে এখন থেকে সাধারণের কথা শুনবেন তাঁরা। থাকবে তাত্ক্ষণিক সমাধানের চেষ্টাও।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে রাজধানীর মুগদায় গতকাল শনিবার ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ উপলক্ষে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে এই ঐকমত্যের কথা জোর দিয়ে প্রকাশ করেছেন জনপ্রতিনিধিরা। স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বি এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তব্যের শুরুতে উপস্থিত জনতাকে উদ্দেশ করে মেয়র সাঈদ খোকন বলেন, ‘বিভিন্ন কর্মসূচিতে সাধারণত আমরা বক্তব্য দিই; আপনারা শোনেন। আজ আপনাদের মনের কথা শুনতে এখানে এসেছি। মন খুলে কথা বলুন। আমরা অনেক উদ্যোগ নিয়েছি; কাজও চলছে। তবে এমন সব সমস্যা থাকতে পারে যা এখনো জানতেই পারিনি। তাই এ আয়োজনের মাধ্যমে জেনে তাত্ক্ষণিক সমাধানের বিষয়ে পদক্ষেপ নেব।’

সাঈদ খোকন বলেন, ‘মেয়র হিসেবে প্রায় আট মাস অতিবাহিত করেছি। এ কথা সত্য যে আট মাস নানামুখী সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয়। এর মধ্যে অনেক সমস্যার সমাধান করেছি। এখনো অনেক সমস্যা রয়েছে। কিছু সমস্যার সমাধানের কার্যক্রম আজই শুরু করব।’ এ সময় তিনি ঢাকা ওয়াসাকে সিটি করপোরেশনের অধীনে দেওয়ার ওপর জোর দেন।

স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আমরা জনপ্রতিনিধি হয়ে আপনাদের কাছে আসা শুরু করেছি। সেই ধারা অব্যাহত রাখব। আমাদের সম্পদ সীমিত। সেই সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।’

মুগদা ওয়াসা রোড এলাকার বাসিন্দা মাওলানা নূর বক্স বলেন, মুগদা ব্রিজটি সড়ক থেকে বেশ উঁচু হয়ে গেছে। এ কারণে চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানান তিনি। জবাবে মেয়র আগামী এক মাসের মধ্যে এ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। ৭/২০ ওয়াপদা রোডের বাসিন্দা আনিছুর রহমান জানান, স্যুয়ারেজ লাইনের পানি উঠে সড়ক ও অলিগলি সয়লাব হয়ে আছে। এতে দক্ষিণ মুগদার বাসিন্দারা ভোগান্তিতে আছে।

জবাবে সাঈদ খোকন জানান, এ কাজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঢাকা ওয়াসা। তাদের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।


মন্তব্য