kalerkantho


লক্ষ্মীপুর উৎসব ১২ মার্চ

৬ মার্চ, ২০১৬ ০০:০০জাতীয় সংসদের এলএডি হল প্রাঙ্গণে ১২ মার্চ শনিবার দিনব্যাপী চলবে লক্ষ্মীপুর উৎসব ২০১৬। সকালে মহোৎসব উদ্বোধন করবেন সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন। জেলার সংসদ সদস্য, সমিতির জীবন সদস্য ও জেলার বিশিষ্ট ব্যক্তিরা উৎসবে যোগ দেবেন। সন্ধ্যায় উৎসবের সমাপ্তি টানবেন সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ ভুঁইয়া। পরিবারের সদস্য/গাড়িচালক/অতিথিদের নিবন্ধন ফি জনপ্রতি ২০০ টাকা। নিবন্ধন চলবে ৯ মার্চ পর্যন্ত। যোগাযোগ—আনোয়ায়ারুল হক (০১৫৫২৩১৮৭৭৬), আবুল বাশার শেখ (০১৭১৪২১০৪৪০), খন্দকার নাজির আহমদ (০১৯৭৩০৩৭৮৮৩), মো. হেদায়েত হোসেন (০১৭৪০৯২৯০৪০), খোরশেদ আলম (০১৮১৭০৮৫১৮১), মো. হারুনের রশীদ (০১৭১২৬৯৯৫১৯)। সংবাদ বিজ্ঞপ্তি।


মন্তব্য