kalerkantho

সোমবার। ২৩ জানুয়ারি ২০১৭ । ১০ মাঘ ১৪২৩। ২৪ রবিউস সানি ১৪৩৮।


ঢামেক হাসপাতালে শিশু চুরির সময় নারী আটক

নিজস্ব প্রতিবেদক   

৫ মার্চ, ২০১৬ ০০:০০ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যরা জানান, শিশু নিয়ে পালিয়ে যাওয়ার সময় পলি আক্তার (২০) নামের ওই নারীকে ধরা হয়। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়।

শিশুর মা রেহানা বেগম জানান, তাঁদের গ্রামের বাড়ি যশোরের চৌগাছায়। তাঁর স্বামী সুবজ মিয়া ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এ কারণে তিনি শিশু আয়েশাকে (দেড় বছর) নিয়ে হাসপাতালে অবস্থান করছেন। গত বৃহস্পতিবার রাতে পলি সেখানে যায়; তাঁর সঙ্গে কথাবার্তা বলে এবং আয়েশাকে আদর করে। রেহানা বেগমকে পলি জানিয়েছে, তার এক আত্মীয় ঢামেক হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন।

রেহানা আরো জানান, গতকাল পলি আবারও বার্ন ইউনিটে যান। ওই সময় আয়েশাকে হাসপাতালের বিছানায় রেখে বাথরুমে যান রেহানা। সেই ফাঁকে আয়েশাকে নিয়ে পালানোর চেষ্টা করে পপি। কিন্তু বার্ন ইউনিটের প্রধান ফটকের কাছে গেলে আনসার সদস্যরা তাকে ধরে ফেলে।


মন্তব্য