kalerkantho


‘দুই পুলিশের আত্মত্যাগ অনুকরণীয়’

নিজস্ব প্রতিবেদক   

৫ মার্চ, ২০১৬ ০০:০০চাঁপাইনবাবগঞ্জে মাদকবাহী ট্রাক ধাওয়া করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাকে ‘অনুকরণীয় দৃষ্টান্ত’ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনকারী ওই দুই বীর পুলিশ সদস্য পুলিশ বাহিনীর গর্ব, দেশের গর্ব। ’

আইজিপি বলেন, ‘পরিকল্পিতভাবে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা হবে। ’ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে মাদকবিরোধী অভিযান জোরদারে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

গত বৃহস্পতিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবাহী একটি ট্রাক আটকাতে সড়কে অবস্থান নেন এসআই সাদেকুল ইসলাম ও সার্জেন্ট আতাউল ইসলাম। তাঁরা ট্রাকটি থামার সংকেত দিলেও সেটির চালক না থেমে এগোতে থাকেন। এ অবস্থায় মোটরসাইকেলে চড়ে ধাওয়া করে দুই কর্মকর্তা ট্রাকটির সামনে গেলে তাঁদের পিষ্ট করে পালিয়ে যান ট্রাকচালক। এতে দুই কর্মকর্তাই মারা যান।


মন্তব্য