kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


‘দুই পুলিশের আত্মত্যাগ অনুকরণীয়’

নিজস্ব প্রতিবেদক   

৫ মার্চ, ২০১৬ ০০:০০চাঁপাইনবাবগঞ্জে মাদকবাহী ট্রাক ধাওয়া করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাকে ‘অনুকরণীয় দৃষ্টান্ত’ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনকারী ওই দুই বীর পুলিশ সদস্য পুলিশ বাহিনীর গর্ব, দেশের গর্ব।

আইজিপি বলেন, ‘পরিকল্পিতভাবে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা হবে। ’ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে মাদকবিরোধী অভিযান জোরদারে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

গত বৃহস্পতিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবাহী একটি ট্রাক আটকাতে সড়কে অবস্থান নেন এসআই সাদেকুল ইসলাম ও সার্জেন্ট আতাউল ইসলাম। তাঁরা ট্রাকটি থামার সংকেত দিলেও সেটির চালক না থেমে এগোতে থাকেন। এ অবস্থায় মোটরসাইকেলে চড়ে ধাওয়া করে দুই কর্মকর্তা ট্রাকটির সামনে গেলে তাঁদের পিষ্ট করে পালিয়ে যান ট্রাকচালক। এতে দুই কর্মকর্তাই মারা যান।


মন্তব্য