kalerkantho


অভিনেতা ফরিদ আলীর পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

কালের কণ্ঠ ডেস্ক   

৪ মার্চ, ২০১৬ ০০:০০চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা ও অভিনেতা ফরিদ আলীর পরিবারকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে ফরিদ আলীর স্ত্রী মনোয়ারা বেগম ও পরিবারের অন্য সদস্যদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী অনুদানের টাকা দিয়ে ফরিদ আলীর জন্য প্রয়োজনীয় ওষুধ ও খাবারদাবার কিনতে স্বজনদের নির্দেশনা দেন। তিনি ফরিদ আলীর শারীরিক অবস্থারও খোঁজখবর নেন।

ফরিদ আলী দীর্ঘদিন হূদরোগ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। সম্প্রতি পরিবার চিকিৎসার ব্যয়ভার বহন করতে অসামর্থ্য বলে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হলে প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসার ব্যয়ভার নেন এবং চিকিৎসার জন্য জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ভর্তি করান। তিনি এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ছাড়া প্রধানমন্ত্রী হবিগঞ্জের বাহুবল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম কাতুল শাহরিয়ার চৌধুরী ও লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম মোর্শেদ কামাল তালুকদারের পরিবারের সদস্যদেরও অনুদান দেন।

সূত্র : বাসস।


মন্তব্য