kalerkantho


ডিএমপি সদর দপ্তরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক   

২ মার্চ, ২০১৬ ০০:০০ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দুর্লভ ছবির উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রতিক্রিয়াশীল শক্তি বহু চেষ্টা করেছে বঙ্গবন্ধুকে বাঙালির হূদয় থেকে মুছে ফেলতে, কিন্তু তা সম্ভব হয়নি। বঙ্গবন্ধুকে, তাঁর আদর্শকে চিরঞ্জীব করে রাখতে বঙ্গবন্ধুর মধুর স্নেহের আলিঙ্গনে সিক্ত প্রিয় কন্যা প্রধানমন্ত্রীর একটি দুর্লভ ছবি সম্প্রতি ডিএমপির সদর দপ্তরে সংযোজিত হয়েছে, যা আমাদের অন্তহীন প্রেরণার উৎস।’


মন্তব্য