kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


থানা হলো মাধবদী ও মহিপুর

নিজস্ব প্রতিবেদক   

১ মার্চ, ২০১৬ ০০:০০নরসিংদী সদরের মাধবদী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর পুলিশ তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করা হয়েছে। একই সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পৌরসভা গঠনের বিষয়টি আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। মাধবদী ও মহিপুর থানা হওয়ার পর বাংলাদেশে থানার সংখ্যা দাঁড়াল ৬৩১টি।


মন্তব্য