kalerkantho

অমর বাণী

১৩ জুন, ২০১৮ ০০:০০কাছের সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয় বলিয়া মনে হয়।

রবীন্দ্রনাথ ঠাকুর

 

বিষাদের সহস্র দাঁত আছে।

উইলিয়াম ওয়াটসন

 

অনুমান করা কঠিন, বিশেষত যখন সেটা ভবিষ্যতের ক্ষেত্রে হয়।

নিলস বোর

 

ভালো অভ্যাসই দাঁড়ায় প্রলুব্ধকরণকে প্রতিহত করেই।

প্রাচীন প্রবাদ

 

শুধু নিজের ডানায় ভর করে পাখি খুব উঁচুতে ওঠে না।

উইলিয়াম ব্লেক

 

মিথ্যা তিন ধরনের : ১. মিথ্যা ২. জঘন্য মিথ্যা ৩. পরিসংখ্যান।

বেঞ্জামিন ডিসরেইলি

 

ঘুমানো আর বিশ্রাম নেওয়া ছাড়া আমি অন্য কোনো ব্যায়াম করি না।

মার্ক টোয়েন

 

নীরবতা হলো অবজ্ঞার মোক্ষম পন্থা।  

জর্জ বার্নার্ড শ

 

সেবা দেওয়ার ক্ষেত্রে সতর্ক হও। কারণ আমরা অপরকে যে সেবা দিই, সেটাই আমাদের জীবনের সঞ্চয়।   

প্রবাদ

 

তুমি যা দেখাতে চাও, তা করে দেখানোই হলো সুনাম অর্জনের সহজ উপায়।

সক্রেটিস

 

তুমি যা কিছু ভাবতে পারো, তা হলো বাস্তবতা।   

পাবলো পিকাসোমন্তব্য