kalerkantho

অমর বাণী

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০টাকা থাকিলেই বড়মানুষী করা যায়, টাকা না থাকিলেও ধার করিয়া নবাবি করা চলে। কিন্তু ভদ্র হইতে গেলে আলস্য অবহেলা বিসর্জন দিতে হয়।   

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

যুগের ধর্ম এই—পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই!

     —কাজী নজরুল ইসলাম

 

যে মাথা নোয়াতে জানে, সে কখনো মাথা খোয়ায় না।

—লাউতজে

 

যে সৎ হয় নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না!

—শেখ সাদী

 

কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?

     —কৃষ্ণচন্দ্র মজুমদার

 

আপনার ভালো কেবল পরের ভালোয় হয়, আপনার মুক্তি এবং ভক্তিও পরের মুক্তি ও ভক্তিতে হয়—তাইতে লেগে যাও, মেতে যাও, উন্মাদ হয়ে যাও। ঠাকুর যেমন তোমাদের ভালোবাসতেন, আমি যেমন তোমাদের ভালোবাসি, তোমরা তেমনি জগেক ভালোবাসা দেখিও।   

—স্বামী বিবেকানন্দ

 

যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে।

ফ্রান্সিস বেকন

 

যে সম্পদ কারো চোখে পড়ে না, তা-ই মানুষকে সুখী ও ঈর্ষাতীত করে তোলে।

—বেকন

 

যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই।  

উইলিয়াম ল্যাংলয়েডমন্তব্য