kalerkantho

অমর বাণী

১৩ মার্চ, ২০১৮ ০০:০০যে ধর্মের নামে বিদ্বেষ সঞ্চিত করে, ঈশ্বরের অর্ঘ্য হতে সে হয় বঞ্চিত।

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে, সেই তরীতে হয়তো কেউ থাকবে তোমার সঙ্গে—দুলবে তরী রঙ্গে, পড়বে মনে সে কোন রাতে; এক তরীতে ছিলেম সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুই ধার এমনি আঁধার তেমনি তরী ছুটবে—বুঝবে সেদিন বুঝবে!

—কাজী নজরুল ইসলাম

 

যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।

—এ পি জে আবদুল কালাম

 

একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না।

—শেখ সাদী

 

সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন।   

—মার্ক টোয়াইন

 

বিজ্ঞ মানুষ সুযোগ তৈরি করে নেয়, সুযোগের অপেক্ষায় থাকে না।

—ফ্রান্সিস বেকন

 

কেউ যদি লেখায় একটি স্টাইল তৈরি করতে চায়, তাহলে তাকে প্রথমেই চিন্তায় স্টাইল তৈরি করতে হবে।   

—জর্জ বাফন

 

পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত—যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, সেই তোমার দুঃখের কারণ হবে।

—সমরেশ মজুমদারমন্তব্য