kalerkantho

ভালো থাকুন

১৩ মার্চ, ২০১৭ ০০:০০ভালো থাকুন

প্রথম বনাম দ্বিতীয় সন্তান

ঘরে দ্বিতীয় সন্তানের আগমন ঘটলে প্রথম সন্তানকে অনেক সময় তার প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করতে দেখা যায়। আবার কিছু ক্ষেত্রে ছোটটির প্রতি সরাসরি বিদ্বেষপূর্ণ আচরণ না করলেও বড়টির দৈনন্দিন আচার-ব্যবহারে লক্ষণীয় বিরূপ পরিবর্তন দেখা দেয়। অনেকে অবাধ্য-উদ্ধত আচরণ করে, পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে, বিছানায় প্রস্রাব করে, পেট ব্যথা-মাথা ব্যথাসহ বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা দেয়, যার পেছনে শারীরিক বড় কোনো রোগ খুঁজে পাওয়া যায় না। যে মা-বাবাকে প্রথম সন্তান এত দিন একা ‘ভোগ’ করছিল, তাদের মনোযোগের কেন্দ্র সরে যাওয়ায় নিজেকে উপেক্ষিত, অবহেলিত মনে করার ফলে তার ভেতর মানসিক চাপ ও দ্বন্দ্ব তৈরি হতে পারে, যার ফলে এসব অস্বাভাবিক আচরণ ও উপসর্গ দেখা দেয়। এ জন্য নতুন শিশুর আগমনের আগেই পুরনোটিকে তৈরি করে নিন। ‘বড়’ ভাই বা বোন হিসেবে তার ভূমিকা খেলাচ্ছলে বুঝিয়ে দিন। নতুন শিশুর বিছানা বা কক্ষ তৈরি করার জন্য বিভিন্ন সামগ্রী পছন্দ করতে তাকেও সঙ্গে নিন। নতুন শিশুর আগমনে পরিবারে বা বাড়িতে কী ধরনের পরিবর্তন আসে তা গল্প, বইপড়া বা খেলার মাধ্যমে তাকে বুঝতে সহায়তা করুন।

ডা. মুনতাসীর মারুফমন্তব্য