kalerkantho

ভালো থাকুন

২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ভালো থাকুন

শিশুর খিঁচুনি

মৃগী রোগে অনেক ক্ষেত্রে শিশুর চার হাত-পায়ে খিঁচুনি হয়, মুখ বা ঘাড় বেঁকে যায়, চোখের মণি ঘুরে যায়, জিব কেটে রক্ত বের হয়, খিঁচুনি চলাকালে কাপড়ে প্রস্রাব-পায়খানাও করে দেয়। মুখ দিয়ে ফেনা বেরিয়ে শিশু অজ্ঞান হয়ে যেতে পারে। শিশুদের মধ্যে অনেকেরই এ রোগটি ঘুমের মধ্যে হতে পারে। তাদের বালিশ বা বিছানার দিকে নজর রাখা প্রয়োজন। কারণ, যেসব শিশু ঘুমন্ত অবস্থায় এ রোগে আক্রান্ত হয় তাদের মুখের ফেনা বা রক্ত বিছানায় বা বালিশে লেগে থাকতে পারে। কখনো বা শিশু বিছানায় প্রস্রাব করে ফেলে। তাই যেসব শিশু সাধারণত বিছানায় প্রস্রাব করে না, তারা হঠাৎ করে বিছানায় প্রস্রাব করলে সেটি এপিলেপসির লক্ষণ কি না, তা ভেবে দেখা প্রয়োজন। অনেক শিশুর ক্ষেত্রে তীব্র জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে খিঁচুনি দেখা দেয়। একে ফেব্রাইল কনভালশন বা জ্বরজনিত খিঁচুনি রোগ বলা হয়। এ রোগে আক্রান্ত শিশু পরবর্তী যেকোনোবার জ্বরে আক্রান্ত হলে জ্বরের ওষুধ খাওয়ানো দরকার। এ ছাড়া বেশি মাত্রায় জ্বর হলে শিশুর কাপড়-চোপড় খুলে ভেজা তোয়ালে দিয়ে সারা শরীর মুছিয়ে দেওয়া দরকার।

 

ডা. মুনতাসীর মারুফমন্তব্য