kalerkantho

ভালো থাকুন

১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ভালো থাকুন

পোড়ায় প্রাথমিক চিকিৎসা

অনেক কারণেই শরীরের চামড়া পুড়ে যেতে পারে। যেমন আগুন, গরম পানি, গরম তেল, বিদ্যুৎ, এসিড বা ক্ষারজাতীয় রাসায়নিক পদার্থ, বোমা বিস্ফোরণ প্রভৃতি। কারো শরীরে আগুন লাগলে সঙ্গে সঙ্গে তা নেভানোর চেষ্টা করতে হবে। মোটা সুতি কাপড় বা কাঁথা দিয়ে দগ্ধ ব্যক্তিকে চেপে ধরতে হবে বা শরীরে পানি ঢালতে হবে। দগ্ধ ব্যক্তি দ্রুত মাটিতে শুয়ে গড়াগড়ি দিতে পারেন। দগ্ধ ব্যক্তির শরীর থেকে কাপড়, জুতা, অলংকার প্রভৃতি সাবধানে খুলে নিতে হবে, যাতে মারাত্মক ক্ষত সৃষ্টি না হয়। পোড়া ত্বকে পানি ঢালতে হবে। সম্ভব হলে আক্রান্ত ব্যক্তিকে ট্যাবের পানির নিচে বসিয়ে দিতে হবে। ত্বকের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে আসার পর এর উপরিভাগের পোড়া অংশ পরিষ্কার কাপড় বা গজ-ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিতে হবে। হাত-পায়ের আঙুল পুড়ে গেলে প্রতিটি আঙুল আলাদাভাবে ব্যান্ডেজ করে দিতে হবে। না হলে আঙুলগুলো পরস্পর লেগে যেতে পারে, যা পরবর্তী সময়ে ছাড়ানো কঠিন হয়। আক্রান্ত স্থান কিছুটা উঁচুতে রাখতে হবে। ব্যক্তির জ্ঞান থাকলে ও মুখে খাওয়ার মতো অবস্থায় থাকলে পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে হবে, স্যালাইন বা ডাবের পানি হলে ভালো। রোগীকে দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিতে হবে।

ডা. মুনতাসীর মারুফ


মন্তব্য