kalerkantho

ভালো থাকুন

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ভালো থাকুন

ভ্যারিকোজ ভেইন

দেহের শিরা ফুলে বেঁকে গিয়ে ‘ভ্যারিকোজ ভেইন’ রোগ হতে পারে। যদিও দেহের যেকোনো স্থানের শিরায় এ ধরনের সমস্যা হতে পারে, সাধারণত ‘ভ্যারিকোজ ভেইন’ বলতে পায়ের শিরার সমস্যা বোঝায়। ফুলে যাওয়া শিরার কারণে দেখতে খারাপ লাগা ছাড়াও সেখানে ব্যথা হতে পারে। দাঁড়িয়ে কাজ করতে বা বেশিক্ষণ হাঁটতে সমস্যা হতে পারে। এ সমস্যা দীর্ঘস্থায়ী হলে পা ফোলা, পায়ের চামড়া মোটা হয়ে যাওয়াসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। তবে ভ্যারিকোজ ভেইনের কারণে মারাত্মক বা জীবনাশঙ্কা রয়েছে—এমন কোনো জটিলতা সাধারণত হতে দেখা যায় না। পুরুষের চেয়ে মহিলাদের ভ্যারিকোজ ভেইন বেশি হয়। এ রোগ হলে বেশিক্ষণ দাঁড়িয়ে বা পা ঝুলিয়ে বসে থাকা উচিত নয়। পেশাগত কাজ বা অন্য কারণে এমনটা করতে বাধ্য হলে সে ক্ষেত্রে অন্তত আধ ঘণ্টা পরপর কয়েক মিনিটের জন্য দুই পা উঁচুতে তুলে শুয়ে থাকতে পারেন। ঘুমানোর সময় দুই পা বালিশের ওপর তুলে রাখা যেতে পারে। শিরা চেপে রাখার জন্য ইলাস্টিক ব্যান্ডেজ ব্যবহার করা যায়, তবে রাতে তা খুলে ফেলতে হবে।

ডা. মুনতাসীর মারুফ


মন্তব্য