kalerkantho

ভালো থাকুন

২৮ মার্চ, ২০১৬ ০০:০০ভালো থাকুন

টনসিলের প্রদাহ

যেকোনো বয়সেই টনসিলের সমস্যা হতে পারে। তবে সাধারণত শিশুদের টনসিলের প্রদাহ বেশি হয়ে থাকে। এই প্রদাহকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় টনসিলাইটিস বা টনসিলের ইনফেকশন। সাধারণত ভাইরাসজনিত কারণে টনসিলাইটিস হয়ে থাকে। এ ছাড়া ব্যাকটেরিয়া বিশেষত স্ট্রেপটোকক্কাস গ্রুপের ব্যাকটেরিয়ার সংক্রমণে টনসিলাইটিস হতে পারে। এই প্রদাহের কারণে গলায় ব্যথা হয়। ঢোক বা খাবার গিলতে সমস্যা হয়। গলার স্বর পরিবর্তিত হতে পারে। স্বল্পমাত্রার জ্বর ও নিঃশ্বাসে দুর্গন্ধ থাকতে পারে। টনসিল গ্রন্থি বড় হয় বা ফুলে যায়। অনেক সময় বাইরে থেকেই ফোলা অংশ দৃশ্যমান হয়। টনসিল লালাভ হয়, এর ওপর হলুদ বা ধূসর আবরণ দেখা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে টনসিলের আকার বেশি বড় হয়ে গেলে খাবার গ্রহণ ও শ্বাস নিতেও সমস্যা হতে পারে। টনসিলাইটিস রোগাক্রান্তের গলা ও নাকের তরলের মাধ্যমে সুস্থ ব্যক্তিতে ছড়াতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা না করালে এই প্রদাহ টনসিলের আশপাশের অংশে যেমন—ঊর্ধ্ব শ্বাসনালি, গলবিল, সাইনাস, মধ্যকর্ণ প্রভৃতিতে ছড়াতে পারে। টনসিলের ইনফেকশন থেকে পরবর্তী সময়ে রিউম্যাটিক ফিভার বা বাতজ্বরও হতে পারে।

ডা. মুনতাসীর মারুফ


মন্তব্য