kalerkantho

ভালো থাকুন

২৩ মার্চ, ২০১৬ ০০:০০ভালো থাকুন

টেনিস এলবো

রোগটির নাম টেনিস এলবো হলেও কেবল টেনিস খেলোয়াড়দেরই এ রোগ হয় এমনটি কিন্তু নয়। যেসব কাজে কনুই থেকে কবজি পর্যন্ত বারবার মোচড়ানোর প্রয়োজন পড়ে, সেসব কাজে নিয়োজিত মানুষের এ সমস্যা হতে পারে। ক্রিকেট খেলার ব্যাটসম্যানদের যেমন এ সমস্যা হয়, তেমনি রাজমিস্ত্রি, পানির পাইপলাইনের মিস্ত্রি এমনকি মুড়ি-চানাচুর বিক্রেতারও এ সমস্যা হওয়ার ঝুঁকি রয়েছে। টেনিস এলবো রোগে কনুইয়ে ব্যথা হয়। ব্যথাটি ধীরে ধীরে বাড়তে থাকে। কনুইয়ের বাইরের দিকের অংশে মূলত সার্বক্ষণিক ব্যথাটা হয় অথবা কনুই থেকে কবজি পর্যন্ত এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ে। হাত চিৎ করে কোনো কিছু মুঠোর ভেতর চেপে ধরতে গেলে ব্যথার তীব্রতা বাড়ে, হাত শক্তিহীন মনে হয়। কনুইয়ের হাড়ে সামনে বা বাইরে থেকে চাপ দিলে ব্যথা লাগে। মাঝেমধ্যে কনুই ফুলেও যেতে দেখা যায়। এ ধরনের সমস্যা হলে কনুইকে একটি নির্দিষ্ট সময় বিশ্রাম দিতে হবে। এ জন্য হাতের পেছনে কাস্ট বা স্প্রিন্ট ব্যবহার করা যেতে পারে। সঙ্গে ব্যথার ওষুধ সেবন করার প্রয়োজন হয়। কিছু ক্ষেত্রে অস্ত্রোপচার করারও প্রয়োজন হতে পারে।

ডা. মুনতাসীর মারুফ


মন্তব্য