kalerkantho

ভালো থাকুন

১৬ মার্চ, ২০১৬ ০০:০০চোখের প্রদাহ

চোখে নানা কারণে প্রদাহজনিত রোগ হতে পারে। চোখের একটি অংশ হচ্ছে আইরিস। আইরিসে প্রদাহ হলে একে আইরাইটিস বলা হয়। বিভিন্ন জীবাণুর সংক্রমণ ও অ্যালার্জির কারণে যেমন এ সমস্যা হতে পারে, তেমনি যক্ষ্মা, সিফিলিস প্রভৃতি রোগে এবং আঘাতজনিত কারণে চোখ ছিদ্র হয়ে গেলেও আইরাইটিস হতে পারে। এ রোগ হলে চোখ থেকে পানি পড়ে এবং চোখে ব্যথা হয়, এ ব্যথা রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে। দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া এবং আলোকসংবেদনশীলতাও এ রোগের অন্যতম উপসর্গ। এ ছাড়া এতে চোখ লাল ও আইরিসের বর্ণ ফ্যাকাশে হয় এবং পিউপিল ছোট হয়ে যায়। সময়মতো সঠিক চিকিৎসা না করালে চোখের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি, ছানি পড়াসহ নানা জটিলতা দেখা দেয়। চিকিৎসার জন্য আক্রান্ত চোখকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। সানগ্লাস ব্যবহার করা ভালো। চক্ষুু বিশেষজ্ঞের পরামর্শমতো আক্রান্ত চোখে অ্যাট্রোপিন ও হাইড্রোকর্টিসোন আই ড্রপ বা অয়েন্টমেন্ট প্রভৃতি ব্যবহার করতে হতে পারে। এ ছাড়া আক্রান্ত চোখে দিনে তিন-চারবার গরম সেঁক দেওয়া যেতে পারে। ব্যথার জন্য ব্যথানাশক সেবন করতে হতে পারে।

ডা. মুনতাসীর মারুফ


মন্তব্য