kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।

ভালো থাকুন

৮ মার্চ, ২০১৬ ০০:০০ভালো থাকুন

 

গাঁজায় সমস্যা

দামে সস্তা ও সহজপ্রাপ্য হওয়ায় গাঁজা বাংলাদেশে বহুল ব্যবহূত একটি মাদক। আনন্দের অনুভূতির জন্য প্রথমে সেবনকারীরা গাঁজা নেয়।

পরে এর পরিমাণ বাড়তে থাকে। একপর‌্যায়ে নির্দিষ্ট সময় পর পর গাঁজা না নিলে শারীরিক-মানসিক নানা প্রতিক্রিয়া দেখা দেয়, যার ফলে সেবনকারীরা আবারও গাঁজা নিতে বাধ্য হয়। দীর্ঘ মেয়াদে গাঁজা সেবনে নানা ধরনের মানসিক বৈকল্য দেখা দেয়। গাঁজাসেবী সন্দেহবাতিকগ্রস্ত হয়ে পড়তে পারে, নির্দিষ্ট কাউকে বা সবাইকে অহেতুক তার শত্রু মনে করে, ভীতসন্ত্রস্ত থাকে। সন্দেহের বশবর্তী হয়ে নিরীহ কারো ওপর আক্রমণও করে বসে। কারো কারো দৃষ্টিভ্রম, শ্রুতিভ্রম ঘটতে পারে। গাঁজাসেবীদের জটিল মানসিক রোগ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে বেশি। অনেকের স্মৃতিশক্তি, মনোযোগ, সুশৃঙ্খল চিন্তার ক্ষমতা বিনষ্ট হয়। দীর্ঘদিনের আসক্তদের ‘অ্যামোটিভেশনাল সিনড্রোম’ নামের রোগ হতে পারে। এতে মনোযোগ ও ধৈর্য ধরে করতে হয় এমন কাজ করতে ব্যক্তি অনাগ্রহী হয়, আবেগ-অনুভূতি ভোঁতা হয়ে যায়, কোনো কাজের জন্য প্রয়োজনীয় শারীরিক ও মানসিক শক্তির অভাব বোধ করে। ফলে পারিবারিক, সামাজিক ও পেশাজীবন ব্যাহত হয় এবং একপর‌্যায়ে ব্যক্তি পরিবার ও সমাজের বোঝা হয়ে দাঁড়ায়।

ডা. মুনতাসীর মারুফ


মন্তব্য