kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।

ভালো থাকুন

২ মার্চ, ২০১৬ ০০:০০ট্রাইজেমিনাল নিউরালজিয়া

ট্রাইজেমিনাল নিউরালজিয়া স্নায়ুতন্ত্রের একটি বিশেষ সমস্যা। ট্রাইজেমিনাল নার্ভ এক ধরনের স্নায়ু, যা মুখমণ্ডল থেকে অনুভূতি মস্তিষ্কে প্রেরণ করে।

আর নিউরালজিয়া বলতে বোঝায় স্নায়ুতে ব্যথা। এ সমস্যায় মুখমণ্ডলের এক পাশে তীব্র ব্যথা অনুভূত হয়। অনেকের কাছে তা বৈদ্যুতিক শক খাওয়ার মতো ব্যথা, কারো কাছে মনে হয় মুখমণ্ডলে কাঁটা বা সুইয়ের মতো কিছু বিঁধছে। সাধারণত মুখমণ্ডলের এক পাশেই এ ব্যথা হয়ে থাকে। ব্যথার কারণে অনেকের খেতে সমস্যা হয়। সমস্যাটি শুরুতে ধরা পড়লে প্রাথমিকভাবে ওষুধ সেবনের মাধ্যমে চিকিৎসা করা হয়। অনেক ক্ষেত্রেই ওষুধের সাহায্যে দীর্ঘদিন এই ব্যথা নিয়ন্ত্রণে থাকে। তবে কয়েক মাস থেকে কয়েক বছর পর ওষুধে আর ব্যথা কমে না। তখন শল্যচিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। ট্রাইজেমিনাল স্নায়ু যেখানে মস্তিষ্কের ভেতর ঢুকছে, সেখানে স্নায়ুর ওপর কোনো রক্তনালির চাপ পড়লে নিউরালজিয়া সমস্যাটি দেখা দিতে পারে। সে ক্ষেত্রে রোগীর মস্তিষ্কে অস্ত্রোপচার করার উপযোগী হলে ‘মাইক্রোভাসকুলার ডিকম্প্রেশন সার্জারি’ করা হয়। যারা অস্ত্রোপচারের ধকল সহ্য করতে অক্ষম, তাদের গ্লিসারল ইনজেকশন, রেডিওফ্রিকোয়েন্সি কারেন্ট প্রভৃতি পদ্ধতিতে চিকিৎসা করা যেতে পারে।

ডা. মুনতাসীর মারুফ


মন্তব্য