kalerkantho


সরকারকে কঠোর হতে হবে

৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সড়ক দুর্ঘটনায় মৃত্যু এখন যেন কোনো খবরই নয়! বেশির ভাগ ক্ষেত্রে এসব দুর্ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয় না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হবে, এটাই তো স্বাভাবিক। কী নির্মম এ ভাবনা! আমার অভিমত এর আগে সড়ক দুর্ঘটনায় সব মৃত্যুর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। প্রতিদিন উদ্বেগজনক হারে সড়ক দুর্ঘটনা বাড়ছে, ঘটছে প্রাণহানি। পথে বসছে অনেক পরিবার। দেশের অনেক প্রতিভাবান মানুষের প্রাণ যাচ্ছে সড়ক দুর্ঘটনায়। অনেক পরিবারের আশার আলো যানবাহনের চাকায় পিষ্ট হচ্ছে। দেশে যোগাযোগব্যবস্থার উন্নতি হয়েছে। নতুন নতুন সড়ক অবকাঠামো নির্মিত হচ্ছে। মহাসড়কে একাধিক লেন হচ্ছে। বিপজ্জনক বাঁক ঠিক করা হচ্ছে। তাহলে কেন রোধ করা যাচ্ছে না প্রাণঘাতী দুর্ঘটনা? এভাবে চলতে থাকলে সড়কে বিশৃঙ্খলা আরো বাড়বে। এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তৎপর হতে হবে। বৈধ চালক ছাড়া কারো হাতে যানবাহন তুলে দেওয়া যাবে না। ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা থাকতে হবে। সড়ক-মহাসড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন তুলে দেওয়ার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। শুধু বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত দিয়ে সব অনিয়ম বন্ধ করা যাবে না।

মেনহাজুল ইসলাম তারেক

মুন্সিপাড়া, পার্বতীপুর, দিনাজপুর।

 মন্তব্য