kalerkantho


বাংলাদেশকে দেখি কালের কণ্ঠে

৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০নিজেকে কালের কণ্ঠ পরিবারের একজন মনে করি। পাঠকদের হৃদয়জুড়ে ভালোবাসার একটি নাম—কালের কণ্ঠ। সবচেয়ে আমার ভালো লাগে, পাঠকদের মতামতকে বেশি গুরুত্ব দেয় কালের কণ্ঠ। নতুন নতুন লেখক সৃষ্টিতে কালের কণ্ঠ’র গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রতিদিনের বস্তুনিষ্ঠ সংবাদচিত্র, গুরুত্বপূর্ণ সম্পাদকীয় ও বিভিন্ন বিভাগের নানা রকম খবরাখবর যেন নতুন বৈচিত্র্য নিয়ে এসেছে আমরা দেখছি। কী নেই কালের কণ্ঠে! সব কিছু আছে এই প্রিয় পত্রিকায়। বাংলাদেশের অগ্রযাত্রাকে তুলে ধরতে কালের কণ্ঠ অসাধারণ ভূমিকা পালন করেছে। কালের কণ্ঠে আমার প্রচুর মতামত প্রকাশিত হয়েছে। পাঠকদের লেখার প্রতি কালের কণ্ঠ’র এই আন্তরিকতা ও মূল্যায়ন আমাকে বেশি অনুপ্রাণিত করেছে। একটি আয়নায় যেমন নিজের চেহারা দেখা যায়, তেমনি কালের কণ্ঠ বাংলাদেশের আয়না, যেখানে আমি আমার বাংলাদেশকে দেখতে পাই। আমি শুধু প্রত্যাশা করব না, আমার আত্মবিশ্বাস যে কালের কণ্ঠ আগামী দিনগুলোতে সংবাদপত্রের ইতিহাসে নতুন দিগন্ত সূচনা করবে এবং তা-ই হবে।

 

মোহাম্মদ হুমায়ুন কবির

দক্ষিণ মধ্যম হালিশহর, চট্টগ্রাম।

 মন্তব্য