kalerkantho


মাদক নিয়ে গাড়ি চালাবেন না

৪ মার্চ, ২০১৭ ০০:০০নেশাগ্রস্ত কিংবা ঘুমকাতুরে হয়ে গাড়ি চালানোর জন্যও অনেক দুর্ঘটনা ঘটে। ড্রাইভারদের মাদকমুক্ত থাকতে হবে। এ ব্যাপারে গাড়ির মালিকদেরও সচেতনতার প্রয়োজন। নিয়োগ দেওয়ার সময় তাদের নিশ্চিত হতে হবে চালক মাদক সেবন করে কি না। গাড়ির মালিক বেশিক্ষণ গাড়ি চালানোর জন্যও অনেক সময় চালককে বাধ্য করে। বাড়তি চাপ নিতে গিয়ে অনেক চালক অসুস্থ অবস্থায় গাড়ি চালায় এবং দুর্ঘটনায় পড়ে। এ ছাড়া দুর্ঘটনার পর ধাপে ধাপে শাস্তি দিতে হবে। প্রথমবার দুর্ঘটনার জন্য তিন বছর, দ্বিতীয়বার ছয় বছর, তৃতীয়বার ১০ বছর কিংবা যাবজ্জীবন, এমন দণ্ড রেখে আইন করা যেতে পারে। তবে ঠাণ্ডা মাথায়, আত্মঘাতী মানসিকতা থেকে কেউ দুর্ঘটনা ঘটালে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড প্রথমবারেই দেওয়া যায়। তখন বিচার নিয়ে জাতির কাছেও কোনো প্রশ্ন আসবে না। ক্রমেই কঠিন শাস্তিদানের যে প্রস্তাবটি করছি তা এড়ানোর উপায় আছে। তা হচ্ছে শুধুই দক্ষ চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া। তখন চালক আর বলতে পারবে না, আমি এই প্রথম কোনো দুর্ঘটনা করলাম। এ ছাড়া যেকোনো দাবি আদায়ে পরিবহন খাতকে ব্যবহার করা—এই নোংরা কৌশল থেকে পরিবহন শ্রমিকদের বিরত থাকতে হবে।

 

হুমায়ুন কবির বাবু

দক্ষিণ বানিয়াগাতী, বেলকুচি, সিরাজগঞ্জ।মন্তব্য