kalerkantho


নতুন ফোরাম হোক

১ অক্টোবর, ২০১৬ ০০:০০মহৎ উদ্দেশ্য নিয়েই সার্কের জন্ম হয়েছিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেক দূর হেঁটেও এসেছে সংস্থাটি। ৩১ বছরে এসে প্রতিষ্ঠানটি পাকিস্তানের অব্যাহত সন্ত্রাসের মুখে অনিশ্চয়তায় পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, সহযোগিতা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। সার্কের এই অনিশ্চিত গন্তব্যের জন্য এককভাবে দায়ী পাকিস্তান।

তাদের হঠকারিতা ও উপর্যুপরি সন্ত্রাসী হুমকির মুখে আজ সন্ত্রস্ত এ অঞ্চলের ২০০ কোটি মানুষ। আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির পথে বড় বাধা হয়ে আছে এই পাকিস্তান। ওরা নিজেরা শান্তিতে থাকে না, কাউকে শান্তিতে রাখতেও চায় না। ওরা হিংসুটে, ঝগড়াটে, খুনি মেজাজের। সময় এসেছে পাকিস্তানকে বাদ দিয়ে নতুন কোনো আঞ্চলিক ফোরাম গঠনের। পাকিস্তানের অসহযোগিতার কারণে আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা নষ্ট হতে পারে না। আমাদের আরো প্রতিবেশী দেশ রয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের মাধ্যমে উন্নয়ন ও শান্তির পথে হাঁটতে হবে। পাকিস্তানেই বৈঠক হতে হবে এমন নয়। প্রয়োজনে অন্য কোনো দেশে সার্কের সম্মেলন হতে পারে। সার্ক হয়ে উঠুক এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার সত্যিকারের প্রতীক।

মো. নুরুজ্জামান

আশুলিয়া, ঢাকা।


মন্তব্য