kalerkantho


কর্মসংস্থান চাই

১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০যেকোনো পরিকল্পনা হাতে নিলে এর ভালো ও মন্দ দিকগুলো বিবেচনায় রাখতে হয়। এরই মধ্যে দুস্থ পরিবারের তালিকা তৈরি করেছে সরকার। স্থানীয় সরকার ও এলাকার গণ্যমান্যদের সহযোগিতায় পরিবারগুলোর তালিকা তৈরি করে তাদের কার্ড বা টোকেন দেওয়া হচ্ছে। গণমাধ্যমে দেখলাম, ৫০ লাখ পরিবারকে এই কার্ড দেওয়া হবে। বিগত দিনগুলোতে দেখা গেছে, স্থানীয় সরকারের লোকেরা এই কার্ড বা টোকেন দিতে দলীয় প্রভাব খাটায়। নিজেদের দলীয় লোক বা আত্মীয়স্বজনকে তালিকাভুক্ত করে, আসল দুস্থ যারা তারা সুযোগ থেকে বঞ্চিত হয়। এবার যেন এমনটা না হয় সেদিকে নজর দিতে হবে। আরেকটা বিষয় হলো, কর্মসংস্থান নেই বলে সরকার দুস্থদের জন্য এ পদক্ষেপ হাতে নিয়েছে। তাই স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা খুবই জরুরি। গ্রামে কাজের ব্যবস্থা না থাকায় মানুষ শহরমুখী হচ্ছে। তারা শহরে এসে বিভিন্ন অপকর্ম ও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। শহরের পরিবেশ খারাপ হচ্ছে, পাশাপাশি সহজ-সরল মানুষেরা অনেকের প্রতারণার শিকার হচ্ছে। তাই ক্ষণস্থায়ী পদক্ষেপ নেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে।

রহিমা আক্তার মৌ

চাটখিল, নোয়াখালী।


মন্তব্য