kalerkantho


এগিয়েছি অনেকখানি

১৯ মার্চ, ২০১৬ ০০:০০স্বাধীনতার ৪৬ বছর পার করার পর দেশে বড় ধরনের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। আর এই উন্নয়নের ফলে অবশ্যই সাধারণ জনগণেরও ব্যাপক পরিবর্তন হয়েছে। মূলত স্বাধীনতাযুদ্ধ শুরুর মূল চালিকাশক্তি ছিল অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এ দেশের গরিব মানুষের ভাগ্যের উন্নয়ন। সংবিধানের চার মূলনীতির প্রধান দুটি হচ্ছে গণতন্ত্র এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা। জনগণের তথা সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ও চিকিৎসার সুযোগ-সুবিধা প্রদান, শিক্ষা অর্জনের সামর্থ্য ইত্যাদি আমাদের প্রধান চাহিদা ছিল। খাদ্য ও বাসস্থানের সমস্যা আজকে অনেকটাই সমাধানের পথে। সে কারণে এখন প্রয়োজন অন্যান্য বিষয়ের দিকে নজর দেওয়া। স্বাধীনতার ৪৬ বছর শেষে হিসাব করলে বলতে হবে, অনেক টানাপড়েনের মধ্য দিয়েও আমরা অনেকখানি এগিয়ে গেছি। তবে দুর্নীতির সূচক এখনো আমাদের চোখ রাঙাচ্ছে। গণতন্ত্রকে সুসংহত রাখতে অবশ্যই দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে। একসময় প্রচুর জনসংখ্যাকে বোঝা ভেবে দূরে ঢেলে দেওয়া হতো। কিন্তু এখন জনসংখ্যা আর বোঝা নয়, এটি জনসম্পদ। সরকারের নানা নীতি ও কাজে বিভিন্ন সময় এর প্রতিফলন ঘটেছে। জনসংখ্যাকে সম্পদে পরিণত করার ক্ষেত্রে নীতি কাজে লাগছে এবং ভবিষ্যতেও লাগবে। বর্তমানে দেশের উন্নয়নের যে ধারা চলছে তা অব্যাহত রাখতে পারলে আমরা সত্যি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। আমরা আছি সেই শুভদিনের অপেক্ষায়। 

ওয়াহিদ মুরাদ

নেছারাবাদ, পিরোজপুর।


মন্তব্য