kalerkantho


চামড়া খাতের নৈরাজ্য

৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০চামড়া খাতের নৈরাজ্য

চামড়া নিয়ে প্রতিবছরই অরাজকতা দেখা দেয়। দেশে হাতে গোনা কয়েকটি স্থানে ট্যানারি থাকায় চামড়া ব্যবসায়ীরা প্রতিনিয়ত চামড়া নিয়ে বিপাকে পড়ছে। বিভাগীয় শহরগুলোতে যদি ট্যানারি গড়ে উঠত, তাহলে চামড়া বাণিজ্যের সিন্ডিকেটধারীদের কবলে ব্যবসায়ীদের পড়তে হতো না। এ বছর বেশি কোরবানি হলেও ট্যানারি মালিকদের আর্থিক সংকট, লবণের বাজারে আগুন এবং সিন্ডিকেটের কবলে চামড়া খাত জিম্মি হওয়ায় এ খাতে নৈরাজ্য বিরাজ করছে। চামড়া খাতে দরপতনের কারণে মাঠপর্যায়ের ব্যবসায়ীরা এখন বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। পুঁজি ফেরত পাওয়া নিয়েই এখন তারা শঙ্কিত। সিন্ডিকেটের কারণে চামড়ার দর অনেক কমে এসেছে। বহুমুখী সংকটের দরুন চামড়া খাত চোরাকারবারিদের কবলে পতিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অর্থনীতির চাকা সচল রাখতে চামড়া খাতকে ঘুরে দাঁড়াতে হবে। সরকারকে নিতে হবে সুষ্ঠু পদক্ষেপ। এ খাতে ব্যাংকঋণ দিলেও তা পর্যাপ্ত ছিল না। এই খাতের ওপর দূরদৃষ্টি রাখলেই পাচার রোধ করা সম্ভব হবে।

অলিউর রহমান ফিরোজ, ঢাকা।

 মন্তব্য