kalerkantho


চলাচলের অনুপযোগী রাস্তা

১২ জুলাই, ২০১৮ ০০:০০বর্ষাকাল মানেই শেওড়াপাড়াবাসীর দুঃসহ একটি সময়। সামান্য বৃষ্টিতেই বেগম রোকেয়া সরণির শেওড়াপাড়া রাস্তার অংশ হাঁটুপানির নিচে চলে যায়। এ সময় এখানে চলাচল দুঃসাধ্য হয়ে ওঠে। অলিগলির অবস্থা থাকে আরো শোচনীয়। বৃষ্টির পর কয়েক ঘণ্টা এ এলাকার অধিবাসীদের প্রায় বন্দিজীবন কাটে। সম্প্রতি এ এলাকার কিছু অংশ সংস্কার করা হয়েছে। কিন্তু কিছু অংশে আবার কোনো সংস্কার হয়নি। পশ্চিম শেওড়াপাড়া আরাফাহ মসজিদের সামনের অংশে কোনো সংস্কারকাজ হয় না। আশপাশের প্রায় প্রতিটি রাস্তা মেরামত করা হয়েছে। ফলে সব এলাকার পানি এসে এই জায়গায় জমা হয় বৃষ্টির পরপরই। বহু সময় ধরে ময়লা পানি জমে থাকে এখানে। এ জন্য মুসল্লিদের মসজিদে নামাজ পড়তে যাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। মুসল্লিদের স্বার্থে পশ্চিম শেওড়াপাড়ার বায়তুল আরাফাহ মসজিদের সামনের অংশের রাস্তার সংস্কার করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।  

এ এস এম আব্দুল ওয়াদুদ 

পশ্চিম শেওড়াপাড়া, ঢাকা।মন্তব্য