kalerkantho


যৌতুকের কালো থাবা

১২ জুলাই, ২০১৮ ০০:০০বাংলাদেশে যৌতুক একটি সামাজিক অসুখ। যৌতুক এখন জাতীয় পর্যায়ে বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যৌতুকের কারণে সংসারজীবনে নেমে আসে অশান্তি, সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়ে থাকে।  যৌতুকের কারণে অনেক নারীর মৃত্যু পর্যন্ত ঘটে থাকে। ইসলাম শান্তি, ন্যায়নীতি ও মানবতার ধর্ম। ইসলামে এ অমানবিক ও অন্যায়ের কোনো ভিত্তি নেই। যৌতুক নেওয়া-দেওয়া ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ। বাবাকে মেয়ে বিয়ে দেওয়ার পর যৌতুক দিতে বাধ্য থাকতে হয়, যা অনেকেই আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে দিতে পারে না। ফলে নেমে আসে সংসারে অশান্তি। বাংলাদেশের আইনে আছে, যৌতুক নেওয়া শাস্তিযোগ্য অপরাধ, যা প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিম্ন এক বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। কিন্তু আইনটি এখনো অনেক মানুষের কাছে অজানা। যৌতুকের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে।

মাহফুজুর রহমান খান

চিনিতোলা, মেলান্দহ, জামালপুর।

 মন্তব্য