kalerkantho


কর্মসংস্থানের ব্যবস্থা হোক

১১ জুন, ২০১৮ ০০:০০২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করা হলো। কিছু কিছু খাতে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বেশির ভাগ ক্ষেত্রেই জনগণের আশার প্রতিফলন হয়নি। বাজেট বড় হলেও এবার সাধারণ জনগণের ওপর বাড়তি কর চাপিয়ে দেওয়া হয়নি। এবারের বাজেটও উচ্চাভিলাষী। যেসব পণ্যের দাম বেড়েছে এগুলো মানুষের কতটা প্রয়োজন, তা ভেবে দেখা উচিত ছিল।

তামাকজাত পণ্যের ওপর বেশি কর বা ভ্যাট বসানো উচিত। যোগাযোগব্যবস্থার জন্য বাজেট আরো বেশি বাড়ানো উচিত। শিক্ষা খাতে বাজেট বেশি রাখলে শিক্ষার মান বাড়বে। আমরা এমন বাজেট চাই, যা জনবান্ধব ও গরিববান্ধব। সবচেয়ে বেশি  আশা করি কর্মসংস্থানের ব্যবস্থা। এবারের বাজেট সরকারের মেয়াদের শেষ বাজেট, বিষয়টি সরকারকে মাথায় রাখতে হবে। জনগণের মন রক্ষা করেই বাজেট পেশ করা উচিত।

সাবিনা সিদ্দিকী শিবা

ফতুল্লা, নারায়ণগঞ্জ।মন্তব্য