kalerkantho


ধনবাড়ী-মধুপুর রেল যোগাযোগ চাই

২০ মে, ২০১৮ ০০:০০টাঙ্গাইল জেলার ইতিহাস ও ঐতিহ্য দেশের ইতিহাস ও ঐতিহ্যকে উজ্জ্বল করেছে। মহান স্বাধীনতাযুদ্ধে টাঙ্গাইলের অবদান অনস্বীকার্য। এ জেলার দুটি সমৃদ্ধ উপজেলা ধনবাড়ী ও মধুপুর। রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মধুপুর গড়, রয়েছে ধনবাড়ীর নবাববাড়ি। আনারস ও কাঁঠালের রয়েছে ব্যাপক সুনাম। বর্তমানে কলা, বরই, আম, হলুদ, লিচুসহ বিভিন্ন ধরনের ফসলের আবাদ হচ্ছে দুই উপজেলায়। তা ছাড়া রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম পীরগাছা রাবারবাগান। ধনবাড়ী-মধুপুর থেকে টাঙ্গাইল, জামালপুর ও ময়মনসিংহ অনেক দূরে হওয়ায় বাসে যাতায়াত করতে হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন প্রয়োজনে ঢাকা যাতায়াত করে। ভালো বাস সার্ভিসের অভাবে এ দুই উপজেলার মানুষ কষ্ট করছে প্রতিদিন। তাই রেল যোগাযোগের বিকল্প নেই। উল্লেখ্য, দুই উপজেলার চারদিকে রেল যোগাযোগ রয়েছে। পূর্বে ময়মনসিংহ, পশ্চিমে সরিষাবাড়ী, উত্তরে জামালপুর, দক্ষিণ-পশ্চিমে টাঙ্গাইলে রেল যোগাযোগ রয়েছে। তাহলে ধনবাড়ী-মধুপুরে কেন নয়? ধনবাড়ী-মধুপুরবাসীর প্রাণের দাবি, দুই উপজেলায় দ্রুত রেল যোগাযোগের ব্যবস্থা করা হোক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মুন্নাফ হোসেন

ফুলবাড়িয়া, ময়মনসিংহ।মন্তব্য