kalerkantho


জনভোগান্তি দূর করুন

১৫ মার্চ, ২০১৮ ০০:০০জনভোগান্তি দূর করুন

এখন নগর-মহানগর, সড়ক-মহাসড়ক সবখানেই উন্নয়ন হচ্ছে। উন্নয়ন হচ্ছে রাস্তাঘাট, কালভার্ট, কাঁচা রাস্তায়। বড় বড় ওভারব্রিজ হচ্ছে। রাস্তার দুই ধারে নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ হচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে এখন খোঁড়াখুঁড়ি চলছে ওয়াসার লাইন বসানোর জন্য। সারা বছরই কোনো না কোনোভাবে রাস্তার খোঁড়াখুঁড়ি দেখা যায়। নগরবাসীকে সেবা দেওয়ার জন্য চট্টগ্রামের নগর প্রশাসন, সিডিএ উন্নয়ন কর্মসূচি চালাবে, এতে দোষের কিছু নেই। শত শত কোটি টাকার উন্নয়ন ফান্ড আসছে নগর উন্নয়নের জন্য। কী পরিমাণ উন্নয়ন হচ্ছে আর কত পরিমাণ দুর্নীতি হচ্ছে সেটি জনগণ এখন বলছে না। তবে তারা দেখছে মানসম্পন্নভাবে কাজ করা হচ্ছে কি না, সঠিকভাবে তদারকি করা হচ্ছে কি না। উন্নয়ন কর্মকাণ্ড সঠিক সময়ে শুরু করে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। সারা বছর উন্নয়নের নামে জনভোগান্তি মেনে নিতে জনগণের কষ্ট হচ্ছে। নগরবাসীকে স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে দিন। একটু মুক্ত আবহাওয়ায় চলতে-ফিরতে দিন। সঠিক সময়ে উন্নয়নকাজ মানসম্মতভাবে শেষ করুন। তাহলে জনগণ একটু হলেও স্বস্তির নিঃশ্বাস গ্রহণ করতে পারবে।

মাহমুদুল হক আনসারী, ঢাকা।মন্তব্য