kalerkantho


মুঠোফোনে শিশুর ক্ষতি

১৩ মার্চ, ২০১৮ ০০:০০টাচস্ক্রিন মোবাইল ফোন নিয়ে নতুন প্রজন্মের শিশুরা এমন পথে এগোচ্ছে যে তারা হারাচ্ছে লেখার জন্য পেনসিল ধরার শক্তি আর ছবি আঁকার সামর্থ্য। তারা শুধু লেখার জন্য টাচস্ক্রিনে আঙুল চালাতে জানে। হাতে আসে না ছবি আঁকার ঢং, জানছে না হাতে লেখার কৌশল। বিশ্বব্যাপী আজ এ সমস্যা প্রকট হচ্ছে। এভাবে চলতে থাকলে শিশুরা লেখার জন্য পেনসিলটাই ধরতে পারবে না। ইদানীং পাবলিক পরীক্ষার খাতায় হাতের লেখা তেমন ভালো পাওয়া যায় না। এতে শিশুর মেধা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠার জন্য মা-বাবার ভূমিকাই প্রধান। যেভাবে শিশুকে গড়ে তুলবে সেভাবেই শিশু গড়ে উঠবে। শিশুরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের সৃজনশীলতা, মেধা বিনষ্ট করে—এমন উপকরণের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

আজিনুর রহমান লিমন, ডিমলা, নীলফামারী।মন্তব্য