kalerkantho


কোচিং বাণিজ্য বন্ধ করুন

১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০সারা দেশেই প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পুরো শিক্ষাব্যবস্থা কোচিং আর পরীক্ষার ফাঁদে আটকা পড়েছে। সম্প্রতি ঢাকা শহরের কয়েকজন কোচিংবাজ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। এরই মধ্যে ২৫ জনকে বদলি করা হয়েছে। এর ফলে দেশব্যাপী শিক্ষকদের বেপরোয়া কোচিং বাণিজ্যে কোনো প্রভাব পড়বে কি না, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ এই কোচিংবাজ শিক্ষকরা যেমন বিত্তশালী, তেমনি প্রভাবশালী। দীর্ঘদিন ধরেই সারা দেশের শিক্ষিত ও সচেতন নাগরিকরা শিক্ষকদের এই অনৈতিক কোচিং ব্যবসা বন্ধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কোনো শক্তিই তাঁদের এই ব্যবসা বন্ধ করতে পারছে না। বর্তমানে দেশের অনেক বিদ্যালয়ে নিয়মিত ক্লাস শুরু হওয়ার আগে বা পরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই সহায়ক ক্লাসের নামে কোচিং ব্যবসা চালানো হচ্ছে। অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও এই কোচিংয়ের সঙ্গে জড়িত। আমরা আশা করি, সরকার সারা দেশের কোচিংবাজ শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মিদশা থেকে মুক্ত করবে।

বিপ্লব বিশ্বাস

ফরিদপুর।মন্তব্য