kalerkantho


সড়ক থেকে দোকান সরিয়ে নিন

২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০কুমিল্লা মহানগরীর রেলস্টেশন সড়কটি এককথায় ভয়ংকর বলতে হয়। বাদশা মিয়ার বাজার থেকে দক্ষিণে ধর্মপুর মোড় পর্যন্ত রাস্তাটির দুই পাশে প্রায় শখানেক ইঞ্জিনিয়ারিং, ওয়ার্কশপ, লেদ মেশিনজাতীয় দোকান রয়েছে। ফলে এই সড়কে যাতায়াত ঝুঁকিপূর্ণ। আবার যাত্রীদের পরিবহনের জন্য এখানকার রাস্তায় চলে দ্রুতগতির অটো ও সিএনজি। ফলে একদিকে ওয়ার্কশপের শব্দ, অন্যদিকে যাত্রীদের যাত্রার ক্লান্তি, বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের জন্য খুব অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্টেশন রোডের মতো একটি ব্যস্ততম সড়কে এই জাতীয় দোকান রাখা কতখানি যৌক্তিক? কর্তৃপক্ষ কি দোকানগুলোর বিকল্প ব্যবস্থা করতে পারে না? জনস্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 

 

আজিম উল্যাহ হানিফ

দক্ষিণ শাকতলী, নাঙ্গলকোট, কুমিল্লা।মন্তব্য