kalerkantho


সড়কে নিরাপত্তা চাই

৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনার নানা কারণের মধ্যে চালকদের অসতর্কতাই প্রধান। চালকদের কেউ ঘুমের ঘোরে, কেউ মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটায়। এ ছাড়া অনেক অনভিজ্ঞ চালকও রয়েছে। অনেকে ট্রাফিক নিয়ম জানে না, মানে না। বেপরোয়া গাড়ি চালায়, কে কার আগে যাবে এ নিয়েও চলে রীতিমতো প্রতিযোগিতা। আর এ জন্য হয়তো থামছে না সড়ক দুর্ঘটনা। তবু আমাদের প্রত্যাশা, সব চালক দেখেশুনে নিরাপদে যানবাহন চালাবে। তাদের বুঝতে হবে জীবনের মূল্য অনেক বেশি। একটি ছোট দুর্ঘটনায় মূল্যবান জীবনটি হারিয়ে যেতে পারে। তাই চালকদের সতর্ক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নানা কর্মসূচি গ্রহণে বিনীত অনুরোধ জানাই।

লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা।মন্তব্য