kalerkantho


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

দ্রব্যমূল্য দিনের পর দিন বেড়েই চলছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের বছরের চেয়ে এ বছর অনেক বেড়েছে। পণ্যের এই তালিকায় চাল, তেল, লবণ, পেঁয়াজ, শাকসবজি, মাছ-মাংস সবই রয়েছে। চালের দাম ২০ শতাংশের বেশি, সবজির দর বেড়েছে ২৪ শতাংশের বেশি, পেঁয়াজের দর বেড়েছে ৫৭.৫৭ শতাংশ পর্যন্ত, লবণ ও ভোজ্য তেলের দর ৪৪ শতাংশ বেড়েছে। এ ছাড়া আলু, মসুর ডাল, ফার্মের মুরগির ডিম ও রসুনের দাম কিছু কমেছে। এ ছাড়া বাসাভাড়া ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় মোট মাসিক খরচ বেড়েছে। এভাবে যদি দিনের পর দিন নিত্যপণ্যের দাম বাড়তেই থাকে, তাহলে আমাদের দেশের দরিদ্র লোকদের ক্রয়সীমা কমে যাবে। তারা আরো দরিদ্র হবে। তাই দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে আনতে দ্রুত পদক্ষেপ নিন।

মকবুল হামিদ, চাঁদপুর।মন্তব্য