রাঙামাটিতে নির্বিচারে বন্য প্রাণী হত্যা করা হচ্ছে। গত পাঁচ বছরে সেখানে ছয়টি হাতির মৃত্যু হয়েছে। চারটি মারা গেছে বৈদ্যুতিক তারে জড়িয়ে। এসব ঘটনায় মামলা হয় না। দায়ী ব্যক্তিদের বিচার হয় না। হাতি চলাচলের পথে মানববসতি। বনের মধ্যে খাবার নেই। এসব কারণে হাতি লোকালয়ে ঢুকে পড়ে। পথই যদি না থাকে, হাতি চলাচল করবে কিভাবে? কাপ্তাই জাতীয় উদ্যান, পাবলাখালী অভয়ারণ্যে বন্য প্রাণী সংরক্ষণের সুব্যবস্থা করা যায়। হাতির চলাচলের পথ থেকে বসতি তুলে নিতে হবে। বন্য প্রাণী আমাদের শত্রু নয়। ওদের সুরক্ষার ব্যবস্থা আমাদেরই নিতে হবে। এটা আমাদের দায়িত্বও বটে।
মুহাম্মদ শফিকুর রহমান, বানারীপাড়া, বরিশাল।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের