kalerkantho


হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চাই

৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় পুরনো স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে নির্মিত হয় ৫০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল।

হাসপাতালটির সব কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু সেবা কার্যক্রম এখনো চালু করা হয়নি। উন্নত যন্ত্রপাতি থাকার পরও ভালো চিকিৎসা নেওয়ার জন্য নদী পার হয়ে যেতে হয় কুড়িগ্রাম শহরে। তাতে করে নৌকায় ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে পার হতে হয় নদী। অনেক সময় রোগী মারা যায় রাস্তায়। তাই রৌমারী উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতালটি যদি চালু করা হয়, তাহলে এই এলাকার মানুষ স্বল্প খরচে ভালো সুবিধা পাবে চিকিৎসায়। ৫০ শয্যার  হাসপাতালটি চালু করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের কাছে জোর দাবি জানাই।

মাসুদ পারভেজ রুবেল                         

নটানপাড়া, রৌমারী, কুড়িগ্রাম।মন্তব্য