kalerkantho


সহজ পদ্ধতির জটিল বাউবি!

২১ মার্চ, ২০১৭ ০০:০০শিক্ষাঙ্গন থেকে ছিটকে পড়া মানুষ যাতে আবার শিক্ষালাভের সুযোগ পায় সে জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিষ্ঠা করেছে সরকার। এ বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীর সংখ্যাও কম নয়, যারা দারিদ্র্য ও অন্যান্য সমস্যার কারণে ঝরে পড়েছিল। বাউবিতে ভর্তির পর শিক্ষার্থীদের লক্ষ্য থাকে নির্বিঘ্নে উচ্চশিক্ষা সম্পন্ন করার। কিন্তু পরীক্ষায় পাস করার পর শিক্ষার্থীর সনদ চার বছর পর হাতে পেয়েছে এমন ঘটনাও বাউবিতে ঘটেছে! আদালতের হলফনামামূলে সনদে নাম সংশোধনের মতো সাধারণ একটি কাজও ছয় মাসে হয়নি, এমন নজিরও রয়েছে! এ ধরনের ঘটনা অমানবিক। সহজ পদ্ধতিতে পড়ার সুযোগের নামে বাউবির শিক্ষার্থীরা আরো জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে।

ফলে একই পরীক্ষা বারবার দিতে হচ্ছে। এভাবে পরীক্ষায় অংশগ্রহণের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় খালি হাতে ফিরতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। এ ধরনের ঘটনায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে এবং অনেকে পাস না করেই বাউবি ছাড়ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সুনজর আশা করছি। শৃঙ্খলা ফিরিয়ে আনা গেলে বাউবি হাজার হাজার শিক্ষার্থীর বড় ভরসার স্থান হবে।

 

কাজী ইব্রাহিম সেলিম

মুরাদপুর সাহিত্য পরিষদ, চট্টগ্রাম।


মন্তব্য