kalerkantho


ছোট নদীও খনন করুন

১৪ মার্চ, ২০১৭ ০০:০০সরকার দেশের ২৪টি বৃহৎ নদীর নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে বড় প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের লক্ষ্য ১০১ দশমিক ৪ মিলিয়ন ঘনমিটার মাটি অপসারণ করা। এই খননকাজ আগামী ২০১৮ সালের জুন মাসে শেষ হবে। প্রকল্পের কাজ শেষে সারা বছর ভারী নৌযান নদীতে চলাচল করতে পারবে। এ প্রকল্পের জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু শুষ্ক মৌসুমে ছোট নদীর পানি বড় ও গভীর নদীর মাধ্যমে সাগরে চলে যাবে। এ সময় ছোট নদীর পার্শ্ববর্তী এলাকায় শস্য উত্পাদনের জন্য পানি সেচ ব্যাহত হবে। এ ছাড়া মাছও কম পাওয়া যাবে। তাই নদী খনন কাজ থেকে সর্বোচ্চ সুবিধা পেতে হলে বৃহৎ নদীগুলোর সঙ্গে সংযুক্ত ছোট নদীগুলোও খনন করা প্রয়োজন। সে জন্য একটি সম্পূরক পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। এ কাজে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সম্পূরক নদী খনন প্রকল্প গ্রহণ করতে পারে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।

 

মো. আশরাফ হোসেন, সেন্ট্রাল বাসাবো, ঢাকা।মন্তব্য