kalerkantho


নদী বাঁচান, দেশ বাঁচবে

১৩ মার্চ, ২০১৭ ০০:০০নদী বাঁচান, দেশ বাঁচবে

কল-কারখানা ও ভারী শিল্পপ্রতিষ্ঠানগুলো হরহামেশাই নদীর তীরে গড়ে ওঠে, যা নদীদূষণ ও দখলে সক্রিয় ভূমিকা রাখে। কল-কারখানার বিষাক্ত ও রাসায়নিক হেভি মেটাল বর্জ্যগুলো কোনো শোধন ছাড়াই নদীতে ফেলা হয়; যা শুধু নদীদূষণ নয়, জলজ পুরো ইকোসিস্টেমকেই ভেঙে ফেলে। একদিকে দূষণ; অন্যদিকে দখল। এর মাঝে পড়ে নদীগুলো হারাচ্ছে তার নাব্যতা আর ঘটছে পরিবেশ বিপর্যয়। নদীমাতৃক এ দেশের অর্থনীতিও অনেকাংশে নদীর ওপর নির্ভরশীল। কিন্তু ক্রমাগত আগ্রাসনে সর্বংসহা নদীগুলো আর কতকাল আত্মরক্ষা করবে? দেশের অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক প্রয়োজনেই এ নদীগুলোকে বাঁচাতে হবে। তাই নদী রক্ষার্থে সংশ্লিষ্ট প্রশাসনের আরো আন্তরিকতা এবং যথাযথ পদক্ষেপ কামনা করছি।

 

জাহিদ হাসান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।মন্তব্য